ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে এক বেকারীর কর্মচারীকে তেল চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। নিহত আব্দুর রাহীম ব্রাহ্মণবাড়িয়া থানার মৃত শাহ আলমের ছেলে। নিহত রাহীম ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার সিফাত বেকারীতে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।
জানা গেছে, নিহত রাহীম পৌর শহরের ইসলামপুরে সিফাত বেকারীতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। হঠাৎ করে তেল চুরির অপবাদ দিয়ে তার সঙ্গে বেকারির অন্য শ্রমিকদের সাথে ঝগড়া হয়। এ ঘটনায় বেকারির কয়েকজন শ্রমিক মিলে তাকে মারধর করে। পরে আহত অবস্থায় রাহীম বেকারীর ভিতরেই মৃত্যুবরণ করেন। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত রাহীমের স্ত্রী ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা অভিযান চালিয়ে ৭ জন আসামীকে আটক করেছি।