দৌলতপুরে তরকারির পাতিলে মুখ চেপে ধরে ভাবীর মুখ ঝলসে দিল দেবর

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে তরকারির পাতিলে মুখ চেপে ধরে ভাবীর মুখ ঝলসে দিল দেবর। এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানাগেছে, রবিবার সন্ধ্যায় উপজেলার জিয়নপুর ইউনিয়নের নারান্দিয়া খা-পাড়া এলাকার রুবেল শেখের গর্ভবতী স্ত্রী সুমি আক্তার(২২)কে কথা কাটাকাটির এক পর্যায়ে শশুর-শাশুড়ীর সহযোগিতায় দেবর জুয়েল শেখ গরম তরকারির পাতিলে মুখ চেপে ধরলে তাৎক্ষণিক সম্পূর্ণ মুখ পুড়ে যায়। খবর পেয়ে সুমি আক্তারের বাবা আকুমুদ্দিন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

শিরোনাম