দৌলতপুরে আগুনে পুড়ে গরুসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আবুডাঙ্গা উত্তরপাড়া সাজি বেগমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে ওই পরিবারে ৪টি গরু,১টি ছাগল,২লক্ষ টাকা ,১টি ঘর ও ঘরের থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৮ লক্ষ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার দিকে। কেউ বলছে চুলার আগুন থেকে আগুনের সুত্রপাত,আবার কেউ বলছে শত্রুতা করে আগুন লাগিয়েছে প্রতিপক্ষরা।
জানা গেছে,শনিবার রাতে দশটার দিকে উত্তর পাড়া গ্রামের বদরুদ্দিনের মেয়ে সাজি বেগম প্রতিদিনের মত কাজকর্ম সেরে ঘুমিয়ে পড়ে ছিলেন। রাত দশটার দিকে হঠাৎ করে আগুন লেগে লেলিন শিখা ছড়িয়ে পড়ে।আগুন দেখে বাড়ির সাজি বেগম দরজা খুলতে গেলে বাহিরে সিটকানির কারণে ব্যর্থ হয়। পরে ঘরের বেড়া ভেঙ্গে বেঁচে যায়। এ সময় তার ঘরের সকল আসবাবপত্র নগদ ২লক্ষ টাকা, চারটি গরু ও একটি ছাগল সহঘরে থাকা সকল মালামাল পুড়ে যায়। আগুন দেখে আশপাশের লোকজন দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে ব্যর্থ হয় এলাকাবাসী।
পরে ফায়ার সাভিৃসের কর্মকর্তারা এসে আগুন নিভাতে সক্ষম হয়।ভিকটিম পরিবারের দাবি,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটানো হয়েছে। আমরা এর ন্যায় বিচার চায়।পুলিশ জানায়,এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি,অভিযোগ পেলে ব্যবস্থা নেব।