দৌলতপুরের পুলিশ সদস্য পারভেজ হত্যা মামলায় গাজীপুর থেকে আরো ৪ জন গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকায় বিএনপি’র সমাবেশে মানিকগঞ্জের দৌলতপুরের পুলিশ সদস্য পারভেজ হত্যা মামলায় আরো ৪ জন গ্রেফতার করেছে পুলিশ। আত্মগোপনে থাকা বিএনপি’র গ্রেপ্তারকৃতরা হলেন,শেরে বাংলা নগর থানা বিএনপি’র আমতলা ইউনিটের সদস্য মো. ইমরান (২৪), একই ইউনিটের সাধারণ সম্পাদক মো. বাবুল মিয়া (৪২), মো. মনির হোসেন (২৮) ও বাদল দাস (৬০)।
এ বিষয়ে বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপি’র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান। এর পূর্বে ঘটনার সাথে সংশ্লিষ্টিতার অভিযোগে ইমরানকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করে।তার দেয়া তথ্য অনুযায়ী বাবুল মিয়া, মনির হোসেন ও বাদলকে গ্রেপ্তার করে পুলিশ।