দৌলতদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ,আটক-২

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছে।আর এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, শনিবার (৬ আগস্ট) দুপুরে ওই ছাত্রী তার পঞ্চম শ্রেণির এক বান্ধবীর সঙ্গে দুপুরে বাড়ি ফিরছিল। পথে ওই একই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র তাদের ডেকে নিয়ে উপজেলা চত্বরের পরিত্যক্ত একটি ভবনে নিয়ে যায়। এ সময় তার বন্ধুকে দিয়ে পঞ্চম শ্রেণির বান্ধবীকে অন্য রুমে আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে পালিয়ে যায়। এ ঘটনা ঐ মাদ্রাসা ছাত্রী তার পরিবারের নিকট খুলে বললে পিরিবার মামলা ঠুঁকে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে।

শিরোনাম