দোহারে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ ব্যক্তি পাকড়াও


ঢাকা প্রতিনিধিঃ
ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামীণ টাওয়ার এলাকা থেকে মো. জাহিদুল ইসলাম (২৭) নামে একজনকে পাকড়াও করেছে দোহার থানা পুলিশ।

জানা যায়,দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নেতৃত্বে শুক্রবার সকালে এসআই এনামুল হক খান, এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার, আরিফ মিয়াসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তলসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। তার বিরুদ্ধে দোহার থানায় গ্রেপ্তার দেখিয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত মো. জাহিদুল দক্ষিণ জয়পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে।


শিরোনাম