স্টাফ রিপোর্টার ঃঃ
দেড় বছর বিনাদোষে কারাবাস হাসিনার ! নামের মিল থাকায় কারাভোগী টেকনাফের এই নারী ১৮ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৪ মে) বিকেল পৌনে ৫টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। এ সময় তার জামিন পেতে ভূমিকা পালনকারী আইনজীবী গোলাম মাওলা মুরাদও সেখানে ছিলেন। কারাগার নামের মিল থাকায় দেড় বছর ধরে অন্যের সাজা ভোগ করেছিলেন হাসিনা।
এর আগে দুপুরে চট্টগ্রাম ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার ভার্চুয়াল আদালত তাকে মুক্তির আদেশ দেন। মঙ্গলবার সকালে কারাগারের ছবিযুক্ত বালামে প্রকৃত হাসিনা আক্তার ও হাসিনা বেগম একই আসামি নন বলে আদালতে প্রতিবেদন দাখিল করে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রায় ৬ বছর আগে চট্টগ্রামের আদালতে সাজার আদেশ হয়েছিল হাসিনা আক্তরের। তার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার পৌরসভার চৌধুরী পাড়ায়। কিন্তু তার জায়গায় প্রায় দেড় বছর ধরে সাজা খাটছেন একই এলাকার হাসিনা বেগম! স্বামী, মা-বাবার নাম অমিল থাকলেও নামের আংশিক ও এলাকার মিলে সাজা খাটছেন হাসিনা বেগম।
এভাবে নামের অদল-বদলে সাজাখাটার বিষয়টি সম্প্রতি নজরে আনেন অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। গত ২ মে এ বিষয়ে শুনানি হলে দেড় বছর ধরে সাজা খাটা হাসিনা বেগম প্রকৃত আসামি কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেয় ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। পরে কারা কর্তৃপক্ষ আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত হাসিনা বেগমকে মুক্তি দেয়। ছবি-সংগৃহীত