দৌলতপুরে কোটি টাকা নিয়ে এনজিও উধাও, গ্রেফতার-২

নিজস্ব প্রতিনিধিঃ
গ্রাহকদের লাভের প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকনা বাজারে শিখা বাচিব বহুমুখী সমবায় সমিতি লিঃ নামের একটি সমবায় সমিতির বিরুদ্ধে। এ ঘটনায় ভুঁইফোড় ওই প্রতিষ্ঠান সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর আভিযানিক দল। মামলা হয়েছে দৌলতপুর থানায়।

রোববার(৮ মার্চ) বিকালে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার কাকনা বাজার এলাকার ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিপিসি-৩, র‌্যাব-৪ এর একটি টিম শিখা বাচিব বহুমুখি সমবায় সমিতি লিঃ নামক অফিসে অভিযান পরিচালনা করে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটির সভাপতি আঃ রাজ্জাক ওরফে লিয়াকত (৫১) ও সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান (৫৩)কে গ্রেপ্তার করে। এসময় শিখা বাচিব বহুমুখী সমবায় সমিতি লিঃ অফিস থেকে সাপ্তাহিক, মাসিক সঞ্চয় ও ঋন আদায় সিট, সদস্য ভর্তি ফরমসহ বিভিন্ন প্রকার রেজিস্টার উদ্ধার করা হয়।

শিরোনাম