কিশোরগঞ্জের কটিয়াদী, ইটনা, হবিগঞ্জের বানিয়াচং ও ফেনীতে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ থেকে জানান, কিশোরগঞ্জের ইটনায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. মকবুল হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার মৃগা ইউনিয়নের কালিপুর গাছগীরাবন হাওরে বজ্রপাতে এই নিহতের ঘটনাটি ঘটে। নিহত মো. মকবুল হোসেন মৃগা ইউনিয়নের লাইমপাশা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। কিশোরগঞ্জের কটিয়াদীতে বজ্রপাতে বিজয় মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নে টেকনিক্যাল সেন্টার সংলগ্ন হাওরে। নিহত কিশোর চান্দপুর শেকের পাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র।
হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে ২জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, ১নং উত্তর পূর্ব ইউনিয়নের দত্ত্বপাড়া গ্রামের লক্ষী রানী সরকার (৪০) ও ১০নং সুবিদপুর ইউনিয়নের পরমতী রবিদাস (১৬)। ফেনীতে বজ্রপাতে সঞ্জীব দাস (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল দুপুরে শহরের উত্তর সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সঞ্জীব ফেনী মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকার কাঠমিস্ত্রি পরিমল চন্দ্র দাসের ছেলে।