দেবিদ্বারে চোর ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বারে চোর ধরতে গিয়ে মহিউদ্দিন ভূঁইয়া (৬০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা গেছে,গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় দেবিদ্বার পৌর এলাকার নিউমার্কেট চান্দিনা রোডের মাথায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য দেবিদ্বার থানায় কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘাইডুলি গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দুল ইসলাম (ছন্দু) ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ‘বারুর’ গ্রামের দক্ষিণপাড়া মেহের বক্সের বাড়ির জামে মসজিদে ঢুকে ৩ জন মসজিদের ফ্যান চুরির সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। এ সময় দু’জন পালিয়ে গেলেও রুবেল (৩২) নামে এক চোরকে মারধর করে পুলিশকে খবর দেন। পরে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন মহিউদ্দিন ও আব্দুল আজিজ নামে দু’জনকে নিয়ে গ্রামে যান এবং সেখান থেকে চোর সন্দেহে আটক রুবেলকে উদ্ধার করে রাত ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক সেবা দিয়ে রাত সাড়ে ৯টায় থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে ওঠার সময় সে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাকে ধরতে দৌড়ে যান মহিউদ্দিন ও আজিজ। এ সময় মহিউদ্দিন পা পিছলে পড়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, চোরকে ধরতে গিয়ে পা পিছলে পড়ে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিরোনাম