দুর্নীতির মামলায় ফেঁসে গেল গুলশানের সাবেক ওসি ও তার স্ত্রী

সংবাদ জমিন ডেস্কঃ
অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)এর দায়েরকৃত মামলায় রাজধানীর গুলশান থানার সাবেক ওসি ফিরোজ কবির ও তার স্ত্রীকে কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার রায়ে ফিরোজ কবিরকে ৬ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী সাবরিনা আহমেদ ইভাকে ৪ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

১২ জুলাই ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান বুধবার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের পর ওই দম্পতিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

শিরোনাম