দুর্নীতিমুক্ত,স্বচ্ছ ও দৃষ্টিনন্দন পৌরসভা গড়তে চাই : মেয়র বাশার

 

কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো:বাশার বলেছেন, দুর্নীতিমুক্ত,স্বচ্ছ ও দৃষ্টিনন্দন পৌরসভা গড়তে চাই। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সেবা করাই আমার মূল লক্ষ্য। আমি শোষক হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে ৯ নং ওয়ার্ড এর কাশিমনগর মহল্লায় বিশুদ্ধ পানি সরবরাহের পানির পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পেীরসভাকে কিভাবে ১ম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা যায়, তার জন্য আমরা উন্নয়নের মহাপরিকল্পনা হাতে নিয়েছি। ডিজিটাল পৌরসভায় রুপান্তরের জন্য আমাদের আ-প্রাণ চেষ্টা থাকবে। আমার এ পরিকল্পনার প্রেরণার উৎস হিসেবে কাজ করছেন মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মানিকগঞ্জের মাটি-মানুষের নেত্রী সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। মেয়র এটাও বলেন, অবাস্তব কিছু আবদার করা হলে আমার পক্ষে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো.শামচছুল ইসলামের সভাপতিত্বে ও প্যানেল মেয়র ভিপি সমেজ উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো:মোখলেছুর রহমান,সচিব মো:তায়েব আলী, উপ-সহকারি প্রকৌশলী সফি মাহমুদ,কাউন্সিলর মো.সমেজউদ্দিন,কামাল হোসেন,রিয়াজুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন,সহকারি প্রকৌশলী আবদুল বাতেন,পাম্প স্থাপনের জমি দাতা মো:মহর আলী,মহিলা কাউন্সিলর পারুল আক্তার,রীতা আক্তার,আলেয়া বেগম,কাউন্সিলর মাহফুজ সরকার,রেজাউল করিম টিুটু,জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ইঞ্জি.মো:কামরুল হাসান,মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

এদিকে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত হওয়ায় পৌরবাসী সন্তোষ প্রকাশ করেছেন। পৌরবাসীর এ দাবি ছিল দীর্ঘদিনের।এটি মেয়র বাশারের নির্বাচনের ইসতেহারে অন্যতম অঙ্গীকার ছিল। আর সেটিই এখন বাস্তবায়ন হতে যাচ্ছে।

শিরোনাম