দুর্নীতিবাজদের পাকড়াও করতে রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকলে ভালো হতো

সংবাদ জমিন ডেস্কঃ
দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান আক্ষেপ করে বলেছেন, শুনেছি রক্ত পরীক্ষা করে নাকি খুনি শনাক্ত করা যায়। এমন একটা পরীক্ষা যদি দুর্নীতিবাজ ধরার ক্ষেত্রে আবিষ্কার হতো তবে জাতি উপকৃত হতো।
দুদক কমিশনার বুধবার ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে আয়োজিত গণশুনানিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,দুদক মহাপরিচালক জাকির হোসেন (অনুসন্ধান), মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, খুলনার পরিচালক মঞ্জুর মোর্শেদ, ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, ঝিনাইদহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এমএন শাহজালাল। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সমন্বিত জেলা দুর্নীতি দমন অফিসের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ।

শিরোনাম