সংবাদ জমিন,স্পোর্টস ডেস্কঃ
লিওনেল মেসি শুক্রবার আমেরিকার ফ্লোরিডার ফোর্ট লডারডেলে গাড়ী চালানোর সময়ে অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। ঘটনার জন্য মেসি দোষী ছিলেন না বলেই প্রতীয়মান হয়। একটি চৌরাস্তার মোড়েরর ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বলা অবস্থায় সেটি অতিক্রম করতে গিয়েই দুর্ঘটনা ঘটাতে চলেছিলেন মেসি। মেসির গাড়ীর আগে ও পেছনে পুলিশ প্রোটকল ছিল এবং সাইরেন বাজিয়েই তারা যাচ্ছিলেন। এভাবে প্রোটকল পাওয়া গাড়ীকে ফ্লোরিডায় সিগনালে লাল বাতি জ্বললেও থামতে হয় না। মূলত এ কারণেই মেসি জরিমানার হাত থেকে বেচে গেছেন।
ঘটনার ঠিক আগে একজন সমর্থক তার গাড়ীর সামনে গিয়ে কিছু একটা বলতে চেয়েছিলেন। এ কারণে মেসিকে গাড়ীর গতিতে কমাতে হয় এবং সামনে থাকা পুলিশের গাড়ীর সাথে তার গাড়ীর দূরত্ব সৃষ্টি হয়। মোড় ঘোরার সময়ে সবুজ বাতি দেখে অপর দিকের গাড়ী সামনে গেলে দুটি গাড়ীর সংঘর্ষ ঘটার উপক্রম হয়। অবশ্য মেসি এবং অপর গাড়ীর চালক গতি দ্রুত কমালে কোন দুর্ঘটনা ঘটেনি।