দুই ম্যাচ হাতে রেখেই টাইগারদের সিরিজ জয়

 

সংবাদ জমিন ডেস্ক ঃঃ
আবারও বাঘের গর্জন শুনলো ক্রিকেট বিশ্ব। দুই ম্যাচ হাতে রেখেই টি-২০ সিরিজ জয় করা হয়ে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া দল টানা তিন ম্যাচে পরাজিত হলো। মিরপুরের হোম অব ক্রিকেটে প্রথম ম্যাচে ২৩ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে টাইগাররা জিতেছিল ৫ উইকেটে।

শুক্রবারের তৃতীয় ম্যাচটা বাংলাদেশ দল জিতে নিয়েছে ১০ রানে। এই জয়ে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। এ লিডটা নিয়ে আজ শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

শিরোনাম