টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে জামায়াত নেতাকর্মীরা শহর যুবলীগের আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য মানিক বাবু ও ছাত্রলীগ নেতা ইসমাইলকে ছাড়ানোর তদবির চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
গত সোমবার রাতে তাদের শহরের বৈল্লা এলাকা থেকে আটক করা হয়। গতকাল দুপুরে দেখা গেছে, টাঙ্গাইল মডেল থানায় জামায়াতের জেলা ও শহর শাখার নেতাকর্মীরা ওসির রুমে বসে আছেন। তারা জানান, তাদের দু’জন কর্মীকে ছাড়াতে এসেছেন। অতীতে তারা যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন বলে স্বীকার করেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, বিগত সময়ে মানিক বাবু ও ইসমাইল টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন, পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীর, শহর যুবলীগের আহ্বায়ক মেহেদী হাসান ইমুর ঘনিষ্ঠ ছিলেন। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন সময়ের ছবিও রয়েছে তাদের। পাশাপাশি ২০১৯ সালের টাঙ্গাইল শহর যুবলীগের অনুমোদিত আহ্বায়ক কমিটির তালিকায় ২০নং সদস্য রয়েছেন মানিক বাবু। টাঙ্গাইল জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, তারা এক সময় আওয়ামী লীগের রাজনীতি করতো। তবে তারা এখন আমাদের কর্মী।