দিল্লী না ঢাকা শ্লোগান দেয়া কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন,সব পুড়ে ছাই

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
দিল্লী না ঢাকা শ্লোগান দেয়া কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।এতে সব পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে দেয়া এই আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি। রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কাফি বলেন, মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।

নুরুজ্জামান কাফির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রজ পাড়া দ্বীন এ এলাহি দাখিল মাদরাসার সুপার।

শিরোনাম