দিনাজপুরে চোলাই মদ খেয়ে প্রাণ গেল ২ আদিবাসীর আদিবাসীর
নবাবগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে আদিবাসীদের এক বিয়ের অনুষ্ঠানে চোলাই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়ায় ডুবে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সিরাজুল হক (৫৫) ও শারতী পাহান (৬০)। সিরাজুল কুশদহ ইউনিয়নের খালিদপুর গ্রামের পেশকার আলীর ছেলে এবং শারতী রংপুর মিঠাপুকুর এলাকার চকগোপাল সরকার পাড়া গ্রামের শুকু পাহানের স্ত্রী।
মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার দিকে উপজেলা কুশদহ ইউনিয়নের মাল ভবানী পাঠকপাড়া গ্রামের একটি কুয়া থেকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল সাত্তার। জানা যায়, সোমবার রাতে কুশদহ ইউনিয়নের মালভবানি পাঠকপুর এলাকার এক আদিবাসীর মেয়ের বিয়ের আয়োজন চলছিল। অনুষ্ঠানে রাতের অন্ধকারে নিহতরা চোলাই মদ পান করেন। নেশাগ্রস্ত অবস্থায় ওই স্থানে থাকা একটি পরিত্যক্ত পানি ভর্তি কুয়ায় তারা পড়ে যায়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে ওই দু’জনের মরদেহ উদ্ধার করেন।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল সাত্তার জানান, ধারণা করা হচ্ছে তারা দু’জনেই মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় কুয়ায় পড়ে যায়। তাদের মধ্যে ওই নারীর কাপড়ে পেঁচানো অবস্থায় একটি দেশীয় মদের বোতল উদ্ধার করা হয়েছে। উভয়ের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।