দিনাজপুরে চোলাই মদ পানে কিশোরের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি ঃঃ
মাত্রাতিরিক্ত মদ্যপানে দিনাজপুরের খানসামা উপজেলায় রাব্বী ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু ও জহুরুল (১৭) নামে অসুস্থ আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি গত ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগিরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যানপাড়া এলাকায় ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে খামারপাড়া ইউনিয়নের জুগিরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যানপাড়া এলাকার রাশেদুল ইসলামের ছেলে রাব্বী ইসলাম (১৬) ও আইদুল ইসলামের ছেলে জহুরুল (১৭) মদের সাথে ঘুমের ট্যাবলেট মিশ্রিত করে পান করে। এতে ঘটনাস্থলেই বেহুঁশ হয়ে যায়। শুক্রবার সকালে বাড়ির পাশে রসুনক্ষেত থেকে রাব্বী ইসলাম (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপর তরুণ জহুরুল অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে এলে তার পরিবারের লোকজন ঘটনা টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শিরোনাম