দিনাজপুরে গৃহবধূসহ ২ জনকে হত্যা,আটক-২

দিনাজপুর প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় শাপলা আক্তার (২২) নামে এক গৃহবধূ ও আবুল হাশেম নামে আরেক ব্যবসায়ী খুন হয়েছেন। গৃহবধূ শাপলা আক্তার গতকাল ভোরে স্বামীর গৃহে খুন হন, আর ব্যবসায়ী আবুল হাশেম চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

গৃহবধূ শাপলা আক্তার খুনের ঘটনায় স্বামী মোখলাদ মিয়া (৩৫) ও দেবর মোজাহিদ মিয়া (২৫)কে আটক করেছে কেন্দুুয়া থানা পুলিশ। নিহত শাপলা আক্তার উপজেলার মাসকা ইউপির কীর্তনখলা গ্রামের মতি মিয়ার কন্যা। এ ব্যাপারে থানায়,পৃথক ২টি মামলা হয়েছে।

শিরোনাম