দিনাজপুরের পার্বতীপুরে ছুরিকাঘাতে কিশোর খুন

দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে লতিফুর কবীর মোমিন (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে তার আরেক বন্ধু। নিহত লতিফুর পৌর শহরের ৪নং ওয়ার্ডের গোয়ালাপট্টি মহল্লার লুৎফর রহমানের পুত্র। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের মুসাহারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পুরাতন বাজার সাগর সিনেমা হল সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে ছিল লতিফুর কবীর। এ সময় ভ্যানচালক মমিনুর ইসলাম কুড়ি (২৩) নামে এক যুবক তার চলন্ত ভ্যান দিয়ে লতিফুরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আহত লতিফুর কয়েকজন বন্ধুকে নিয়ে পার্শ্ববর্তী মুসাহারপাড়া মহল্লায় কুড়ির বাড়িতে বিচার দিতে যায়। কুড়ির বাবা মহির উদ্দীনের সঙ্গে কথা বলার একপর্যায়ে সে বাড়ি থেকে বের হয়ে এসে লতিফুরের পেটে ছুরিকাঘাত করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয় বন্ধু লিমন। এ ব্যাপারে মামলা হয়েছে।পুলিশ ঘাতক কুড়িকে গ্রেফতার করেছে।

শিরোনাম