দাম্পত্য কলহের জের ধরে শিশু হত্যা

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে দাম্পত্য কলহের জের ধরে শিশুকে হত্যার পর মাটিচাপা দেয়ার অভিযোগে এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তাহারুল মিয়া রংপুরের পীরগঞ্জ থানার জামালপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপি’র উপকমিশনার (গোয়েন্দা) ইব্রাহিম খান।

উপকমিশনার বলেন, গত ১৫ই মার্চ বিকেলে নগরের ইসলামপুর এলাকায় স্থানীয় কবির হোসেনের সদ্য মাটি ভরাট করা ফাঁকা জমিতে মাটি চাপা অবস্থায় ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে শিশুর বাবা জাফর আলী ঘটনাস্থলে গিয়ে শিশুটি তার ছেলে সাখাওয়াতের বলে শনাক্ত করেন। এ ব্যাপারে বাসন থানায় শিশুটির বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর গতকাল বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে হত্যায় অভিযুক্ত তাহারুল মিয়াকে গ্রেপ্তার করে।

শিরোনাম