দাওয়াত খেয়ে দুই আওয়ামী লীগ ২ নেতা পরপারে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
দাওয়াত খেয়ে ফেরার পথে অসুস্থ হয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আওয়ামী লীগের দুই নেতার মৃত্যু হয়েছে। তাঁরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন ও জহির রায়হান।

আজ সোমবার ভোরে জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁরা মারা যান। গত রোববার রাতে তাঁরা ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে দাওয়াতে যান। সেখান থেকে ফেরার পর থেকেই তাঁরা অসুস্থ বোধ করছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জহির রায়হানের মৃত্যু হয়। আর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন গিয়াসের মৃত্যু হয়।

শিরোনাম