দলের ত্যাগী ও আদর্শদের নিয়ে আগামীতে দল গঠন করতে হবেঃ রিতা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা বলেন, বিগত সময়ের চেয়ে এখন আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমাদের দায়িত্ব থাকবে যারা ত্যাগী ও দলের আদর্শ নিয়ে কাজ করেছেন তাদের দিয়ে আগামীতে দল গঠন করা। এখন সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

পরবর্তীতে যখন দিকনির্দেশনা আসবে আমরা কাজ শুরু করবো। সোমবার সকালে আফরোজা খান রিতা তার কমিটির সদস্যদের নিয়ে বিএনপি’র প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ও সাবেক মন্ত্রী মরহুম হারুন অর রশিদ খান মুন্নুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে ও কবর জিয়ারত করে এসব কথা বলেন তিনি। এ সময় নেতৃবৃন্দের উদ্দেশ্যে রিতা বলেন, দলের ভেতর কোনো ধরনের গ্রুপ দেখতে চাই না। সকল প্রকার দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে সবাইকে বিএনপি’র পতাকা তলে এসে পথ চলতে হবে।

শিরোনাম