সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় ব্যানার টানাতে গিয়ে ছাত্রলীগের হাতে পিটুনির শিকার হয়েছেন দুই ছাত্রদল নেতা। এরপর ছাত্রলীগ নেতারা তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে। আর প্রশাসন নিয়মিত ছাত্র নয় বলে ওই দুই ছাত্রদল নেতাকে শাহবাগ থানায় দিয়েছে। এরপর থানা তাদের পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।
গতকাল রাতে এ ঘটনা ঘটে। দুই ছাত্রদল নেতা হলেন- ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও বিশ্ববিদ্যালয় শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিম।