দম্প‌তি‌কে হয়রা‌নির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র গ্রেফতার,এসপিকে প্রত্যাহারের দাবি

দম্প‌তি‌কে হয়রা‌নির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র গ্রেফতার,এসপিকে প্রত্যাহারের দাবি

স্টাফ রিপোর্টারঃ
দম্প‌তি‌কে হয়রা‌নির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র গ্রেফতার,এসপিকে প্রত্যাহারের দাবি।কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ঈ‌দের রা‌তে দম্প‌তি‌কে বহনকারী অ‌টো‌রিকশা আটকে হয়রা‌নির অ‌ভি‌যো‌গে মে‌হেদী হাসান (২২) না‌মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্র প্রতি‌নি‌ধি‌কে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। মঙ্গলবার (১ এ‌প্রিল) দুপু‌রে তা‌কে ‌গ্রেফতার ক‌রে আদাল‌তের মাধ্যমে কারাগা‌রে পাঠা‌নো হ‌য়।

এ ঘটনায় ভুক্ত‌ভোগী গৃহবধূর বাবা বাদী হ‌য়ে চার জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে অজ্ঞাত আরও ৪-৫ জন‌কে আসা‌মি ক‌রে শ্লীলতাহানি ও অপহরণ চেষ্টার অ‌ভি‌যো‌গে মামলা ক‌রে‌ছেন। রা‌জিবপুর থানার উপপ‌রিদর্শক (এসআই) আ‌তিকুজ্জামান আ‌তিক এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

শিরোনাম