দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মাদারীপুরের শামীম নিহত

সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেয়ায় সন্ত্রাসীদের গুলিতে শামীম শিকদার (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে জোহানেসবার্গ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত শামীম শিকদার মাদারীপুরের শিবচর পৌরসভার ৬নং ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের মো. আনিছ শিকদারের ছেলে।

আফ্রিকার জোহানেসবার্গ এলাকায় একটি মুদি দোকানে ব্যবসা করেন তিনি। সোমবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা চাইতে আসে ওই দোকানে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি গুলি করে সন্ত্রাসীরা। এসময় গুরুতর আহত অবস্থায় শামীমকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ খবরে তার পরিবারে চলছে কান্নার মাতম।

শিরোনাম