থানা থেকে ছিনিয়ে নেয়া সেই যুবদল নেতা তরিকুলকে পাকড়াও

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়ার ১২ ঘণ্টা পর যুবদল নেতা তরিকুল ইসলামকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সোয়া ৯টার দিকে শ্রীনগর থানা পুলিশ তাকে দেউলভোগ এলাকা থেকে গ্রেপ্তার করে। থানা থেকে আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. কাইয়ুম উদ্দিন চৌধুরীকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইনে শনিবার সন্ধ্যায় প্রত্যাহার করা হয়েছে। তার পুনর্বহালের দাবিতে রোববার দুপুর একটার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা।

মানববন্ধনে তারা প্রশ্ন তোলেন ঘটনার সময় মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান থানায় উপস্থিত ছিলেন। অথচ প্রত্যাহার করা হলো ওসিকে। এটা অন্যায়। তারা ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীর পুনর্বহালের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন। এ বিষয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করবেন বলে জানান।

শিরোনাম