তৌকীরের ‘স্ফুলিঙ্গ’ মক্তি পাচ্ছে ১৯ মার্চ


 

সংবাদ জমিন, বিনোদন ডেস্ক ঃঃ
তৌকীর আহমেদ হাজির হচ্ছেন তার সপ্তম সিনেমা ‘স্ফুলিঙ্গ’ নিয়ে। এটি আসছে ১৯ মার্চ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এ মুহূর্তে চলছে প্রচারণা। যার অংশ হিসেবে এর ট্রেলার ও একটি গান প্রকাশ হয়েছে। আরেকটি রোমান্টিক মুডের গান রয়েছে প্রকাশের অপেক্ষায়।এদিকে জানা গেল, সিনেমাটি সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘স্ফুলিঙ্গ’ নির্মাণ করছেন তৌকীর আহমেদ। সিনেমাটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শ্যামল মাওলা, পরীমনি, জাকিয়া বারী মম ও রওনক হাসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে। ‘স্ফুলিঙ্গ’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে ‘দ্য অভি কথাচিত্র’।


শিরোনাম