তুচ্ছ ঘটনার জের ধরে সরাইলে অটোরিকশা চালক খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে লিয়াকত আলী (৫০) নামের এক অটোরিকশা চালক খুন হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটেছে। লিয়াকতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ লিয়াকতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

জানা যায়, পাকশিমুল দক্ষিণপাড়ার ছান্দু মিয়ার ছেলে লিয়াকত আলী। গত শুক্রবার বিকালে প্রতিবেশী মধু মিয়ার ছেলে রেজেক মিয়ার শিম গাছ খেয়ে ফেলে লিয়াকতের ছাগলে। ওই ছাগলকে ধরে আটকে রাখেন রেজেক। সন্ধ্যার পূর্ব মুহূর্তে রেজেকের বাড়ি থেকে ছাগল আনতে যায় লিয়াকত। এতে রেজেকের সঙ্গে লিয়াকতের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেজেকসহ কয়েকজন মিলে লিয়াকতকে কিল ঘুষি মেরে গলা চেপে ধরে। জ্ঞান হারিয়ে ফেলেন লিয়াকত।হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।পুলিশ জানায়,এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

শিরোনাম