তালেবানের নতুন সরকার প্রধানের দায়িত্বে থাকবেন ‘আমিরুল মুমিনিন’

 

সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
আফগানিস্তানে নতুন সরকার প্রধানের দায়িত্বে থাকবেন ‘আমিরুল মুমিনিন’। সব সম্প্রদায়কে নিয়ে একটি সমন্বিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে তালেবান। শুক্রবার (২৭ আগস্ট) সংগঠনটির বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর প্রচারিত হয়।

আফগানিস্তানে যতগুলো জাতিগোষ্ঠী বা সম্প্রদায় রয়েছে তাদের সবাইকে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। এছাড়া জানানো হয়েছে, নতুন সরকারে থাকার জন্য প্রায় ১২ নেতার কথা ভাবা হচ্ছে। তবে এই সরকার কতদিন আফগানিস্তান পরিচালনা করবে।

বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, এই সরকারের প্রধান হিসেবে একজন ‘আমিরুল মুমিনিন’ আফগানিস্তানের ইসলামি আমিরাতের নেতৃত্ব দেবেন। এই নামটি তালেবানের দেয়া।

এছাড়া ভবিষ্যতের সরকার গঠন ও মন্ত্রীদের মনোনয়নের জন্য সর্বোচ্চ নেতৃত্বের এক কাউন্সিল গঠন করা হবে। সরকার গঠন নিয়ে তালেবান বেশ অগ্রসর হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে তা ফলাও করে প্রচার হচ্ছে।

শিরোনাম