তালেবানের উল্লাসে ছোড়া গুলিতে কাবুলে নিহত- ১৭ : আহত-১৪

 

সংবাদ জমিন, আন্তর্জাতিক ডেস্ক ঃঃ
বিদ্রোহীদের দখলে থাকা শেষ প্রদেশ তালেবান যোদ্ধাদের দখলে এসেছে এমনটা শোনার পর বিজয়োল্লাসে গোষ্ঠীটির সদস্যদের আকাশের দিকে ছোড়া গুলিতে কাবুলে অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

আজ (৪ সেপ্টেম্বর) শুক্রবার তালেবান কর্মকর্তারা পানশির দখলে নেওয়ার দাবি করলেও তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) কাবুলের উত্তরে অবস্থিত প্রদেশটির পতন ঘটার খবর উড়িয়ে দিয়েছে।

কাবুলের পূর্বদিকে অবস্থিত নানগারহার প্রদেশেও একইরকমভাবে ‘উল্লাসে গুলি ছোড়ার’ ঘটনায় ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক রাজধানী জালালাবাদের একটি এলাকার এক হাসপাতালের মুখপাত্র গুলজাদা সানগার।

শিরোনাম