তালাক দেয়ায় উত্তেজিত হয়ে স্বামী তার স্ত্রীর হাত ও নাক কেটে দিলো

নিজস্ব প্রতিনধিঃ
স্ত্রী সোনাভান। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে দুই মাস পূর্বে তালাক দেন। এজন্য সাবেক স্বামী ধারালো রামদা দিয়ে স্ত্রীর নাক ও হাত কেটে ফেলেছে। গুরুতর আহত গৃহবধূকে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামে।

জানা গেছে, সোনাভান কুমাল্লু গ্রামের মৃত সোনাবুল্লার মেয়ে ও তিন সন্ত্রানের জননী। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ রায়গঞ্জ উপজেলার বক্ষগাছা এলাকা থেকে ঘাতক স্বামী সাগর হোসেন ওরফে আব্দুস সালামকে আটক করেছে। সালাম উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের মৃত গোলাম মওলা বকসের ছেলে। বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, বিয়ের পর থেকেই স্বামী সালাম বিভিন্নভাবে সোনাভানকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

শিরোনাম