‘তারুণ্যের মানিকগঞ্জ’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

 

উজ্জল হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই প্রতিপাদ্য কে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের মানিকগঞ্জ এর উদ্যোগে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। এতে অংশ নেয় তারুণ্যের মানিকগঞ্জের একদল স্বপ্নচারি তরুণ।

তারা তিল্লী ইউনিয়নের তিল্লী ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে প্রায় ২০০ টি বনজ ও ফলজ গাছ রোপন করেন। স্থানীয় লোকজন তাদের এই মহৎ কাজ কে সাধুবাদ জানায়। সংগঠনের আহবায়ক ওয়াসিম আকরাম বলেন,আমরা মানিকগঞ্জ জেলায় ২০০০ বৃক্ষরোপন করার উদ্যোগ গ্রহণ করেছি পর্যায়ক্রমে আমরা জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন করব।

সংগঠনটির সদস্য সচিব মোহাম্মদ উজ্জল হোসেন জানান, মানিকগঞ্জ জেলা সহ বাংলাদেশ কে সবুজায়ন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

শিরোনাম