ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে মাসুম ওরফে মাজু (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার বিষকা ইউনিয়নের বাতুয়াদী গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি একই এলাকার মো. আ. কাদিরের পুত্র। পেশায় একজন মোটর চালক। জানা যায়, নিহত মাজু গ্রামের মোড়ে সাইফু জহিরুল ইসলাম জহির নামের এ ব্যক্তির অত্যাচার-নির্যাতনের বিষয়ে আলাপ-আলোচনা করছিলেন। এ খবর পেয়ে জহিরুল ক্ষিপ্ত হয়ে মাজুকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। তারাকান্দা থানার ওসি মো. ওয়াজেদ আলী জানান, আসামি জহিরকে চান্দের বাজার এলাকায় থেকে চাকুসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।