তফসিল বাতিলের দাবিতে রোববার থেকে ৪৮ ঘন্টার হরতাল ডাকলো গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিনিধিঃ
প্রহসনের তফসিল বাতিলের দাবিতে ৪৮ ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আগামী রোববার ও সোমবার এই হরতাল পালন করবে তারা।

বৃহস্পতিবার তফসিল প্রত্যাখ্যান করে এবং এর প্রতিবাদ জানিয়ে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। বেলা ১১টায় রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দৈনিক বাংলা মোড় হয়ে কালভার্ট রোড দিয়ে বিজয় নগর পানির পাম্প হয়ে পল্টন মোড় থেকে প্রেসক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিরোনাম