তফসিল ঘোষণার পর গাজীপুরে পিকআপ,বাস ও রেললাইনে আগুন

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে আলাদা স্থানে দু’টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ভুরুলিয়া এলাকায় রেললাইনেও আগুন ধরিয়ে দেয়া হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দিবাগত রাতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এছাড়া বুধবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় একটি মালবাহী পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও পিকআপ ভ্যানে থাকা ফয়েল পেপার ও চালকের আসন পুড়ে যায়। এ ঘটনায় আহত হন পিকআপ ভ্যানের চালক আব্দুল বারেক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়।

এদিকে গাজীপুরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেয়ার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শিরোনাম