তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য মনগড়া,ব্যক্তিগত : ওবায়দুল কাদের
সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান যে ‘অশালীন ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরশনের মেয়র এবং দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তথ্য প্রতিমন্ত্রীর নারী বিদ্বেষমূলক বক্তব্য দল বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ হয়েছে কিনা কিংবা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তার ব্যক্তিগত মন্তব্য হতে পারে। আমাদের দলের বা সরকারের কোনো বক্তব্য বা মন্তব্য না। তবে কেন সে এ ধরনের বক্তব্য দিলো, অবশ্যই আমি বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।