ঢাবির হলে তিনদিন আটকে রেখে নির্যাতনের ঘটনায় তিন ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-৪

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হল থেকে চার দিন ধরে নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পাওনা টাকা আদায়ের জন্য তাকে একটি করে তিন ছাত্রলীগ নেতাকর্মী তিনদিন আটকে রেখেছিল বলে জানা গেছে। এর আগে অন্য একটি হলেও তাদের আরও একদিন আটকে রাখা হয়। অপহৃত ২ ব্যক্তি হলেন-মোহাম্মদ আব্দুল জলিল এবং হেফাজ উদ্দিন।

পরিবারের অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিন ধরে জিম্মির শিকার এই দুইজনের সন্ধানে নামে পুলিশ। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে মহসিন হলে ওই দুই ব্যক্তির অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী।

পরে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে শাহবাগ থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের সহায়তায় তাদেরকে ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হলের ৫৪৪ নম্বর কক্ষ থেকে উদ্ধার করেন।

শিরোনাম