ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক না ফেরার দেশে

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের হাসপাতালের নিউরোসার্জন ও বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলাম জানান, রাত ১০টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করা হয়েছে।

শিরোনাম