সংবাদ জমিন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং, মধুর ক্যান্টিন এবং ডাকসুতে তালা দেয় তারা। বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালে সমর্থনে এ তালা দেয় ছাত্রদল।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেট, মধুর ক্যান্টিন ও ডাকসুসহ বিভিন্ন স্থাপনায় তালা ঝুলছে। তালার সঙ্গে হরতালের সমর্থনে একটি ব্যানারও লাগিয়ে দেয়া হয়েছে। ব্যানারে তারেক রহমানের ছবির সঙ্গে ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’, ‘এক দফা দাবিতে দেশব্যাপী হরতাল চলছে’ ইত্যাদি লেখা রয়েছে।