স্টাফ রিপোর্টারঃ
‘জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরোধিতা’ এবং ‘১৫ জুলাই ছাত্রলীগের হামলাকে বৈধতা দেওয়া’র অভিযোগ এনে এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ‘আওয়ামীপন্থি’ হিসেবে পরিচিত শিক্ষক আবু হোসাইন মোহাম্মদ আহসান ও ড. সাদিক হাসানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিভাগীয় কার্যক্রম থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা বিভাগের ওই দুই শিক্ষকের কক্ষে তালা দেন এবং তাদের ছবি সংবলিত পোস্টারে ‘আওয়ামী লীগের দালাল’ লিখে কক্ষ দুটিকে ‘দালালের রুম’ হিসেবে চিহ্নিত করেন। এ সময় বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগও জমা দেওয়া হয়।