সাভার প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে (সাভার-আশুলিয়া) ত্রাণ প্রতিমন্ত্রী সাবেক এমপি ডা. এনামুর রহমানের নৌকা এবং সাবেক সংসদ সদস্য মুরাদ জংয়ের ঈগলকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রাথী মুহাম্মদ সাইফুল ইসলাম। বিজয়ী হওয়ার পর গতকাল দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করেন তিনি।
দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ আসনে মোট ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সংসদ সদস্য ঈগল মার্কার মুরাদ জং পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট। নৌকা প্রতীক নিয়ে ত্রাণ প্রতিমন্ত্রী পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট। আসনটিতে ৭ লাখ ৫৬ হাজার ৪১৯ জন ভোটারের মধ্যে ২৯২টি কেন্দ্রে ভোট প্রদান করেছেন ২ লাখ ২২ হাজার ৬৫০ জন ভোটার।