ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি ঃঃ
ঢাকা- সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর।

জানা গেছে, রাজবাড়ি জেলা সদর উপজেলার সৈয়দপুর গ্রামের এনজাল হকের ছেলে আবু সাঈদ(৩৬)রোববার(২০ মার্চ)সকালে মোটর সাইকেলযোগে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সড়কের কিটিংচর কাঁচামালের আড়তের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঐ মো্টর সাইকেল আরোহী সাঈদ গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। জনতা প্রাইভেটকার চালক রবিউল (৫৮)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ জানায়, এ ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম