ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় কাফনের কাপর পড়ে বাসে ডাকাতি

সাভার প্রতিনিধিঃ
ঢাকার সাভারে চলন্তবাসে কাফনের কাপড় পরে যাত্রীবেশে অস্ত্র ধরে ডাকাতির সময় একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় সেনা শপিং কমপ্লেক্সের ফুট ওভারব্রিজের পূর্ব পাশে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে আহত ও ডাকাত সন্দেহে আটক ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক যুবক। বাস থেকে লাথি দিয়ে ফেলে দেওয়াসহ মারধরে আহত হয়েছেন আরেক নারী যাত্রীসহ দুইজন। এছাড়া পুলিশের এক সদস্য এক ডাকাতকে আটক করতে গিয়ে সামান্য আহত হয়েছেন। আহত তিন যাত্রীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়,এ ব্যাপারে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে ১ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

শিরোনাম