ঢাকার সমাবেশে যোগ দিতে গিয়ে মানিকগঞ্জের ২ বিএনপি কর্মী আটক

সংবাদ জমিন, অনলাইন ডেস্কঃ
ঢাকার সমাবেশে যোগ দিতে গিয়ে মানিকগঞ্জের ২ বিএনপি কর্মী আটক হয়েছেন।বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় পল্টনে অনুষ্ঠিত সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক শো ডাউন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। সমাবেশে যাবার পথে পুলিশের হাতে আটক হয়েছেন এক কর্মী। সমাবেশ শেষে ওই কর্মীকে ছাড়াতে গিয়ে আটক হয়েছে আরেক বিএনপি নেতা।

দলীয় সূত্র জানায়, বুধবার (১৮ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।

জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা আইনি প্রক্রিয়ায় আটককৃতদের মুক্ত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শিরোনাম