ঢাকার শীর্ষ সন্ত্রাসী কালা মাসুদ র‌্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ঃঃ
ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪০)’কে পিস্তল, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা যায়, ২৫ ডিসেম্বর বিকাল ১৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ নিম্নোক্ত চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাসুদ রানা ওরফে কালা মাসুদকে গ্রেফতার করতে সমর্থ হয়। কালা মাসুদের দেশের বাড়ি কুমিল্লা জেলায়। সে দীর্ঘদিন ধরে অবাধে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

শিরোনাম