ঢাকার ধামরাইয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করলো পাষন্ড স্বামী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঃঃ
ঢাকার ধামরাইয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করলো পাষন্ড স্বামী। এ ঘটনায় এলাকায় বইছে সমালোচনার ঝড়।

জানা গেছে, উপজেলার গাংঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকার স্বামী শামীম ইকবালের সাথে স্ত্রী ফাতিমার সাথে পারিবারিক কলহ চলে আসছিল। সোমবার (৭ মার্চ) বাক বিতন্ডার একপর্যায়ে বটি দিয়ে স্বামী শামীম স্ত্রী ফাতিমাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় এলাকাবাসী তাকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সংবাদ লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে ধামরাই থানা পুলিশ নিশ্চিত করে।

শিরোনাম