ঢাকার দারুস সালাম থেকে দুর্ধর্ষ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

স্টাফ রিপের্টার ঃঃ
ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন এলাকা হতে ১০ কেজি গাঁজাসহ দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শনিবার (১৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১৩.২০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ১ জন নারী মাদক কারবারি’কে গ্রেফতার করতে সমর্থ হয়। তিনি দীর্ঘদিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ধৃত মাদক ব্যবসায়ীর নাম মোছাঃ ইয়াসমিন (৪০)। তার বাড়ি ব্রহ্মনবাড়িয়া জেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয় করে আসছিলো । এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শিরোনাম