সংবাদ জমিন রিপোর্টঃ
শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। গতকাল রাতে দীর্ঘ ৪ ঘণ্টার আলোচনা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রাত ৮টা থেকে ছাত্রদের ১৩ জন প্রতিনিধির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন বাহিনীর প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে নিশ্চয়তা পেয়েছি। প্রধান হিসেবে সবর্জন শ্রদ্ধেয় নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ব্যাপারে প্রেসিডেন্ট সম্মতি দিয়েছেন। দ্রুত সময়ে এ সরকার গঠন করা হবে। এতে নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কাজ করা হবে।